সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফেরিওয়ালা

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২৭ পিএম, ৪ অক্টোবর, ২০২০

কী কী বহন করো ফেরিওয়ালা

একটি পাখির ডাক ও ভোর?

আগুনের চিৎকার বিষণ্ন শ্মশান
কোলাহল দিনের শুরু ও পতন?

তুমি তো সকাল-দুপুর-সন্ধ্যার ফেরিওয়ালা।

আচ্ছা…
তোমার কাছে পথের পাশের বয়ে যাওয়া
হাওয়া আছে?

তুলি ডোবাবার মতো সবুজ জঙ্গল
রাগী ধুলোর দৌড় আছে?

দুহাত জড়ো করে আঁকড়ে ধরবার
ভয় আছে?

ও ফেরিওয়ালা!
আচ্ছা তোমার কাছে
বট ঝুরির দোলনা আছে?

সাপুড়ের বিন…কড়ি ও মন্ত্র
আছে কি বিষণ্ন দুপুরের অপেক্ষা?

চুপি চুপি কুপি বাতির সোনাভান আসর…
আছে কি আশ্বিনের শিমের মাচা?

ভাঙা আঙিনায় ঝোলা লাউ বোলতার গুন গুন…
দুরূহ শব্দ ভার, মক্তবে কোরআন পাঠের সুর।

লোকগানের মতো ভারী নির্মল মেঠো পথ
বর্তমানের ফেরিওয়ালা তুমি…
তুমি সময়ের চটকদারি অন্তসারহীন
বিজ্ঞাপনের ফেরিওয়ালা!

তোমার ঝোলা ভরা ভাঙচুর, দুরাশা, সন্দেহ-ক্রোধ, বঞ্চনা-লোভ…
মতিভ্রম, ছলচাতুরী।

যাও যাও!
অন্যখানে অন্য মনে
আমার ঘামের ফোঁটায় জমিয়ে রাখা পয়সায়…
বর্তমানের বিদ্যুতের ঝুলন পূর্ণিমা
আমি কিনি না!

একুশে সংবাদ/এআরএম

সাহিত্য বিভাগের আরো খবর