সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লবণের পাঁচ অজানা ব্যবহার

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

লবণের সাদ মুখে না গেলে খাবারের সাদ বুঝা যায় না। প্রধানত খাবারে স্বাদ বাড়ানোর জন্য লবণ ব্যবহার করা হয়। তবে ক্ষতিকারক রাসায়নিক উপাদানের বিকল্প হিসেবেও এর ব্যবহার করা যায়।

জেনে নেওয়া যাক লবণের এমনই ৫ রকম ব্যবহার :


ব্রণের চিকিৎসায় :

ব্রণের চিকিৎসায় লবণের পানি ব্যবহার করা যেতে পারে। লবণে থাকা উপাদান ব্রণ দ্রুত সঙ্কুচিত করে যার ফলে মুখের ছোটখাটো ক্ষত সারাতেও লবণ কাজ করে।

জুতার গন্ধ তাড়ায় :

জুতার গন্ধ সবসমই বিব্রতকর। এই অবস্থা এড়াতে সামান্য কিছু লবণ জুতার ভেতরে ছিটিয়ে দিন। কিছু সময় পর পাবেন দারুণ ফলাফল।দূর হবে গন্ধ মন হবে সতেজ।

পেঁয়াজের গন্ধ তাড়ায় :

রান্নার কাজে প্রতিদিনই পেঁয়াজ ব্যবহার করতে হয়। তাই প্রতিদিন কাটতে হয় পেঁয়াজ ।কিন্তু এর কাঁচা গন্ধ অনেকেই সহ্য করতে পারেন না। যা দীর্ঘক্ষণ হাতে লেগে থাকে। এর সমাধান পেতে সামান্য লবণ হাতে নিন। পানি দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।

কাটা ফল তাজা রাখে :

ফলের স্লাইস কেটে এর ওপর সামান্য লবণ ছিটিয়ে রাখুন। নিঃসন্দেহে আপনার ফলের কাটা টুকরাটি নষ্ট হবে না।

প্রাকৃতিক এয়ার ফ্রেশনার :

এককাপ লবণের সঙ্গে কয়েকটি গোলাপের পাপড়ি যোগ করুন। অথবা কয়েক ফোঁটা সুগন্ধি তেল যোগ করতে পারেন। তারপর দেখুন কেমন সুগন্ধী হয় তা।


একুশে সংবাদ/ এ /এস
 

লাইফস্টাইল বিভাগের আরো খবর