সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নরসিংদীতে অস্ত্র ও মাদকসহ চক্রের মূলহোতা গ্রেপ্তার

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২২ পিএম, ৪ মে, ২০২৪

নরসিংদীর বেলাবতে পুলিশের অভিযানে রবিন ওরফে সুইম খন্দকার (৩৩) নামে আন্ত:জেলা পেশাদার মাদক ব্যাবসায়ী চক্রের মুল হোতা ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত রবিন বেলাব উপজেলার ভাবলা গ্রামের রুস্তম খন্দকারের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। 

আজ শনিবার (৪ মে) দুপুরে বেলাব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম ও বেলাব থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান পিপিএম। এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

সংবাদ সম্মেলনে আফসান আল আলম জানায়, গ্রেপ্তারকৃত রবিন ওরফে সুইম খন্দকারের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছে। এবং তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা সহ মোট ৬ টি মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে আদালত থেকে ৪টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তার সহযোগীদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলেও জানানো হয়।

 

একুশে সংবাদ/বিএইচ


 

সারাবাংলা বিভাগের আরো খবর