সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কেন অসময়ে চুল পাকে, কী করবেন?

প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ৮ জানুয়ারি, ২০২১

অল্প বয়সেই চুল পাকে অনেকের। তবে আপনি জেনে আশ্চর্য হবে যে এই চুল পাকার আসলে কোনো সুনির্দিষ্ট কারণ নেই।

বয়স বাড়ার সঙ্গে চুল পাকা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে জেনেটিক কারণেও চুল পাকতে পারে। আপনার পরিবারে অন্যদেরও কম বয়সে চুল পাকার ইতিহাস থাকলে সেটিইও কারণ।

সাধারণত ৩৫ বছরের পর থেকে অনেকেরই চুল একটু একটু করে রঙ হারাতে শুরু করে। তবে তার চেয়ে কম বয়সে চুল সাদা হতে পারে।

আসুন জেনে নিই কম বয়সে চুল সাদা হওয়ার কারণ-

কিছু জিনগত রোগ, যেমন– নিউরোফাইব্রোমেটোসিস বা টিউবেরাস স্ক্লেরোসিস, থাইরয়েডের সমস্যা, ভিটামিন বি ১২-এর অভাব, ভিটিলিগো বা শ্বেতী রোগ।

এ ছাড়া দীর্ঘদিনের অপুষ্টি, বিশেষ করে আমিষের অভাব ও ভিটামিন বি ১২-এর অভাবে চুল সাদা হতে পারে।

চুল পাকা কি রোধ করা যায়

চুল পাকা রোধের এলে তেমন কোনো চিকিৎসা নেই। বাজারে অনেক ধরনের সাপ্লিমেন্ট বড়ি পাওয়া যায়, তবে এগুলো চুল পাকা রোধ করতে পারে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। চুল যদি অসময়ে পাকতে শুরু করে তবে তা মেনে নেয়া ভালো।

লেখক : ত্বক ও যৌনব্যাধি বিশেষজ্ঞ, আল-রাজি হাসপাতাল, ফার্মগেট, ঢাকা।

একুশে সংবাদ/এআরএম

লাইফস্টাইল বিভাগের আরো খবর