সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ত্বক ও চুলের সমস্যা সমাধানের কিছু উপকারী টিপস

প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৭ নভেম্বর, ২০২০

চুল ফেটে গেলে ফাটা অংশ কেটে ফেলতে হবে। কারণ, চুলের ফাটা অংশ আবার ঠিক করা সম্ভব নয়। এ ছাড়া চুলে তেল মালিশ করলে চুলের আগা ফাটা কমেই যায়। তাই শ্যাম্পু করার ১ ঘণ্টা আগে অবশ্যই চুলে তেল মালিশ করতে হবে। চুল ফেটে যাওয়া মানে হলো চুল দুর্বল। তাই এখন সোজা করানোর জন্য রিবন্ডিং, স্মুথনিং, ক্যারোটিন অথবা অন্য কোনো ট্রিটমেন্ট করানো ঠিক হবে না। কিছুদিন তেল মালিশে চুলের ফাটা কমে গেলে তখন এ ধরনের ট্রিটমেন্ট করাতে পারেন।

কনুই, বগলের নিচে, ঘাড়ে ও স্পর্শকাতর অঙ্গে কালো দাগ দূর করতে সমপরিমাণ টকদই, আলুর রস ও শসার রস ভালো কাজ করে। তবে টকদই ব্যবহারের আগে ছেঁকে পানি বের করে নিতে হবে, যেন মিশ্রণটি ঘন হয়। টকদই ব্যবহার না করতে চাইলে মধু ব্যবহার করা যাবে। গোপনাঙ্গে ব্যবহারের সময় অবশ্যই যথেষ্ট সাবধান থাকতে হবে।
মিথাইল প্যারাবেন, প্রোপাইল প্যারাবেন সাধারণ তেলে বা ক্রিমে পরিমাণমতো ব্যবহার করা হয়। ত্বকে বা চুলে সহজেই ব্যবহার করা যাবে। তবে মিথাইল প্যারাবেন, প্রোপাইল প্যারাবেন সরাসরি ব্যবহার করা যাবে না। এ ক্ষেত্রে অবশ্যই অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে নিতে হবে।

একুশে সংবাদ/তাশা

লাইফস্টাইল বিভাগের আরো খবর