সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আদালতের সামনে থেকে ‘গ্যাস স্প্রে’ করে দুই জঙ্গি আসামিকে ছিনতাই

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১৯ পিএম, ২০ নভেম্বর, ২০২২

ঢাকার নিম্ন আদালত থেকে দীপন হত্যা মামলার দুই জঙ্গি আসামি আবু সিদ্দিক ও মইনুলকে কোর্টের সামনে থেকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা।

 

রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের মুখে ‘গ্যাস স্প্রে’ করে লাপাত্তা হন তারা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশকে স্প্রে করে আগে থেকে প্রস্তুত একটি মোটরসাইকেলে চড়ে দুজন দ্রুত পালিয়ে যান। মোটরসাইকেলের চালক ছিলেন আরেকজন।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন বলেন, আজ ১২টার দিকে এই দুই জঙ্গিকে ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে তোলার জন্য আদালত চত্বরে নিয়ে আসে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এসময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের মুখে বিশেষ ধরনের স্প্রে করে লাপাত্তা হয়ে যায় তারা। 

 

তিনি বলেন, পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

বিস্তারিত আসছে...

 

একুশে সংবাদ.কম/সট/জাহাঙ্গীর

আইন আদালত বিভাগের আরো খবর