সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পিকে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১২ পিএম, ২ ডিসেম্বর, ২০২০

প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।।সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এ ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এ বিষয়ে দুদক কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, গত ২৬ নভেম্বর মৌখিকভাবে পরোয়ানার আদেশ হয়। তবে সেই আদেশ প্রস্তুত হওয়ায় আজ বুধবার তা স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।

এর আগে ১৮ নভেম্বর একটি দৈনিক প্রত্রিকায় ‘পি কে হালদারকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে ১৯ নভেম্বর তাকে বিদেশ থেকে ফেরাতে এবং গ্রেপ্তার করতে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চেয়ে স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী ৮ ডিসেম্বর আদেশের দিন ধার্য রয়েছে।

প্রসঙ্গত, পিকে হালদারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ১ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে । এছাড়াও সব মিলিয়ে প্রায় ৩৫০০ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হয়।

একুশে সংবাদ /এ.ক/এস

আইন আদালত বিভাগের আরো খবর