সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রিফাত হত্যায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ২৭ অক্টোবর

প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৪ অক্টোবর, ২০২০

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আসছে ২৭ অক্টোবর। আজ বুধবার দুপুরে বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায়ের তারিখ ঘোষণা করেন।

এর আগে ৩০ সেপ্টেম্বর এই মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। ওই রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জনের ফাঁসির আদেশ দেন আদালত। বাকি চারজনকে বেকসুর খালাস প্রদান করা হয়।

গেল বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতের উপর হামলা করা হয়। পরে হাসপাতালে তিনি মারা যান। ওই বছর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক আসামি ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক আসামি ১৪ জন।

একুশে সংবাদ/কা/এআরএম

আইন আদালত বিভাগের আরো খবর