সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্বজুড়ে করোনায় আরও ১৪ হাজার মৃত্যু, আক্রান্ত ৭ লাখ 

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৩ মে, ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে আরও প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন অন্তত ৭ লাখ । এর ফলে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৩৩ লাখ ৪৫ হাজার এবং শনাক্ত ১৬ কোটি ১০ লাখ ছাড়িয়েছে।

এদিকে দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারতসহ বেশ কয়েকটি দেশ।প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্ত ও মৃত্যু।

ওয়াল্ডমিটারের তথ্য আনুযায়ী, সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারীতে আক্রান্ত হয়ে ১৩ হাজার ৯৫৮ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৪৫ হাজার ৮৫ জনে। নতুন শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৪ হাজার ৭৬১ জন।ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৫৬৭ জনে।

বিশ্বে মহামারী এ ভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ১৩৬ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৭৮৫ জনের।

এর পরেই রয়েছে ভারতের আবস্থান।বর্তমানেদেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এখন পর্যন্ত  দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৩৭ লাখ ২ হাজার ৮৩২ জনের। মোট মৃত্যু দাাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩৬১ জনে।
তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।এছাড়া  ফ্রান্স,  তুরস্ক,  রাশিয়া,  যুক্তরাজ্য, ইতালি, স্পেন এবং জার্মানি তালিকায় দশম স্থান পর্যন্ত পর্যায়ক্রমে অবস্থান করছে ।

এদিকে ওয়াল্ডমিটার অনুযায়ী সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান এখনও ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৪৫ জন।

একুশে সংবাদ/তাশা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর