সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতের তৈরি করোনা টিকার প্রথম ডোজ নিলেন মোদি

একুশে সংবাদ প্রকাশিত: ১০:১৯ এএম, ১ মার্চ, ২০২১

করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নিজে ট্যুইট করে জানালেন টিকা নেয়ার কথা ৷ করোনার টিকা প্রদানের সঙ্গে যুক্ত ভারতের চিকিৎসক, গবেষকদের কাজের ভূয়সী প্রসংশাও করলেন তিনি ৷ বিশ্বজুড়ে করোনার সঙ্গ লড়াইয়ে ভারতীয় গবেষক ও চিকিৎসকদের ভূমিকা অনস্বীকার্য এবং করোনা টিকাকরণের প্রক্রিয়া ত্বরান্বিত করে সাধারণের স্বস্তি এনেছেন তারা, ট্যুইটে সে কথাও উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী৷ 

ভারতে যাদের করোনা টিকা নিতে কোনও সমস্যা নেই, তাদের করোনার ভ্যাকসিন নিতেও আর্জি জানান তিনি ৷ ভারতকেকে করোনা মুক্ত করতে সকলকে টিকা নেয়ার প্রক্রিয়ার শরিক হতে বলেন মোদি৷

আজ সোমবার সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ (এইমস)-এ গিয়ে টিকা নেন প্রধানমন্ত্রী। এই কো-ভ্যাকসিন তৈরি করেছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘ভারত বায়োটেক’। মোদিকে করোনার প্রতিষেধক দেন পুডুচেরির নার্স পি.নিভেদা।

আজ, সোমবার থেকে ভারতের করোনা টিকা প্রদান কর্মসূচির গতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ৷ আজ থেকে সাধারণ মানুষের জন্য বেসরকারি হাসপাতালে শুরু হবে টিকা প্রদান ৷ ষাটোর্ধ্ব এবং ৪৫ বছর বা তার বেশি যাদের কোমর্বিডিটি রয়েছে, তারা এই টিকা সরাসরি নিজেরা গিয়েই নিতে পারবেন ৷ এর জন্য খরচ হবে যৎসামান্য ৷ ভারতের সরকারি হাসপাতালে এই টিকা বিনামূল্য মিলবে তবে বেসরকারি হাসপাতালে এর জন্য খরচ হবে মাত্র ২৫০ টাকা ৷

একুশেসংবাদ/অমৃ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর