সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইউরোপীয় ৩ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:১৩ এএম, ৬ ফেব্রুয়ারি, ২০২১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক কারাবন্দি অ্যালেক্সি নাভালনির মুক্তির সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়া অভিযোগ এনে দেশটিতে অবস্থানরত ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, কারাবন্দি অ্যালেক্সি নাভালনির সমর্থনে তার সমর্থকদের বিক্ষোভে অংশ নেওয়ায় রাশিয়া জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের কূটনীতিককে বহিষ্কার করেছে। ২৩ জানুয়ারি তারা বিক্ষোভে অংশ নেয় বলে অভিযোগ করা হয়েছে।

তবে বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে সুইডেন। 

একুশে/বিএন/আরটি
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর