সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কাবুলে রকেট হামলা, নিহত ৮ 

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২১ নভেম্বর, ২০২০
কাবুলে রকেট হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে রকেট হামলায় ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩১ জন। 

আজ শনিবার সকালে রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় এ হামলা চালানো হয়।কাবুল সরকারের দাবি এ ঘটনায় জড়িত তালেবান । খবর রয়টার্স।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, রকেট হামলায় নিহত আটজনই বেসামরিক নাগরিক। এ হামলার জন্য তালেবানকে দায়ী করে তিনি বলেন, সন্ত্রাসীরা একটি ছোট ট্রাকে করে ১৪টি রকেট নিয়ে আসে এবং ট্রাক থেকেই সেগুলো আবাসিক এলাকার দিকে ছোড়ে। সেখানে মোট ২৩টি রকেট হামলা চালিয়েছে তারা। কীভাবে তারা এতগুলো রকেট নিয়ে নগরীতে প্রবেশ করল তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর ঘটনাস্থল থেকে ৫ টি লাশ এবং আহত ২১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে হামলার বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত গাড়ি, ভেঙে পড়া জানালা ও আবাসিক ভবনের দেয়াল ভেঙে পড়েছে । 

একুশে সংবাদ// এস.স.ম 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর