সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রামেকে আজো ৬ জনের মৃত্যু 

একুশে সংবাদ প্রকাশিত: ১১:১৮ এএম, ১৪ সেপ্টেম্বর, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৬ জনের মুত্যু হয়েছে। হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায়  করোনায় ৩ জন ও উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও পাবনার একজন করে মারা গেছেন। 

এদিকে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ৪৩ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৬৩ জন ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় রামেকে ২৪০ টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১৩৩ জন। 

করোনা ও উপসর্গে মৃতদের পরিবারকে লাশ হস্তান্তরের সময় স্বাস্থ্যবিধি মেনে দাফন কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

একুশে সংবাদ/ঢা/তাশা 

স্বাস্থ্য বিভাগের আরো খবর