সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অক্সফোর্ডের করোনা টিকার অনুমোদন দিলো সরকার

প্রকাশিত: ০৮:০৭ পিএম, ৪ জানুয়ারি, ২০২১

অবশেষে অক্সফোর্ডের টিকা অনুমোদনের অনুমতি দিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর। সোমবার (৪ ডিসেম্বর) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

এরফলে চুক্তি অনুযায়ী ১ মাসের মধ্যেই বাংলাদেশ করোনা টিকা পাবে বলে জানিয়েছে টিকা আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। 

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যাবে, যা ভারতের পররাষ্ট্রমন্ত্রাণালয়ও নিশ্চিত করেছে।

ভারতের বৃহত্তম টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিরাম। অক্সফোর্ডের টিকা আনতে প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের পক্ষে চুক্তি করে বেক্সিমকো। সোমবার সিরামের বরাত দিয়ে তাদের টিকা রপ্তানি নিষেধাজ্ঞার কথা বলা হয়। এনিয়ে দিনভর চলে নানান আলোচনা। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, এনিয়ে অনিশ্চয়তার কিছু নেই। চুক্তি অনুযায়ীই বাংলাদেশ টিকা পাবে বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

একুশে সংবাদ/সটি/এআরএম

স্বাস্থ্য বিভাগের আরো খবর