সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্কুলশিক্ষক স্বামীর অশিক্ষিত স্ত্রী হলে যত ঝামেলা...

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪

স্কুল শিক্ষক স্বামী বাসায় ছাত্র-ছাত্রীদের ব্যাচ পড়ান

স্ত্রী : কয়েকদিন ধরে উপমা নামটা তোমার মুখ থেকে খুব শুনছি। ওদের পড়ানোর সময়ও বললে। মেয়েটা কে?

স্বামী : আরে উপমা মেয়ের নাম নাকি? হা-হা-হা...।

স্ত্রী : একদম হাসবে না। হাসি বন্ধ। আমার সঙ্গে চালাকি করার আর জায়গা পাও না। উপমা মেয়ের না ছেলের নাম- তা বোঝার বয়স নাহলে কি বিয়ে হয়েছে আমার? ছি ছি ছি, এ বয়সে তোমার ...!

স্বামী : ওরে বাপুরে, ‘উপমা’ হলো বাংলা গ্রামারের একটা অংশ।

স্ত্রী : চিটারি-বাটপারি কথা রাখো। আমাকে বোকা পেয়েছো? উপমা গ্রামারের অংশ! আমারে তুমি গ্রামার শেখাতে এসো না!

স্বামী : তুমি দেখছি পাগল হলে, উপমা হলো এক ধরনের বাক্য অলংকার।

স্ত্রী : অলংকার! এর মধ্যে উপমাকে অলংকারও কিনে দিছো! হায় আল্লাহ- আমার কপাল পুড়ল রে, আমি এখন কী করি...!


একুশে সংবাদ/এসএডি

 

ফিচার বিভাগের আরো খবর