সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজকের কৌতুক

নারী কি ছলনাময়ী...

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২০ পিএম, ৬ মে, ২০২৪

সুশান্ত ঘরে ঢুকে দেখলো তার স্ত্রী শীলা বসন্তকে নিয়ে বিছানায় এক কম্বলের নিচে শুয়ে আছে।

সুশান্ত : বাস্টার্ড, আমার বউয়ের সাথে এক বিছানায়। হারামির বাচ্চা। আয় পিস্তল দিয়ে আমার সাথে লড় দেখি। কত লড়তে পারিস। কেবল মেয়েদের সাথে পারিস?

বসন্ত : আমি রাজি। তবে কথা দিতে হবে। যে পিস্তলের খেলায় জিতবে শীলা তার হবে।
সুশান্ত : তাই হবে। আরেকটা কাজ করলে ভালো হয় না।শীলার জন্য আমরা ২ জনে গুলি খেয়ে মরবো কেন? তার চেয়ে আয় মরা মরা খেলা খেলি। ২ জনেই মরার ভান করবো। শীলা যাকে ধরে কাঁদবে তারই হবে শীলা।

বসন্ত : মন্দ বলিসনি। চল ওই ঘরে। আমারা গুলি করে মরার ভান করি।

বসন্ত আর সুশান্ত নিজেদের পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে মরার মতো পড়ে থাকলো বিছানায়। সুশান্তের স্ত্রী শীলা ওই কক্ষে ঢুকে দেখলো-সুশান্ত আর বসন্ত মরে পড়ে আছে। শীলা তখন খাটের নিচ আগে থেকে শুয়ে থাকা আরেক প্রেমিক হসন্তকে ডেকে বললো-

শীলা : হসন্ত- বেরিয়ে আয়। ২টা গর্দভই মরে ভূত হয়েছে। আমাদের আর কোনো বাধা নেই।

 

একুশে সংবাদ/ এসএডি

 

 

 

ফিচার বিভাগের আরো খবর