সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি’ এখনও দেখা মেলেনি সূর্যের 

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৩ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

রবিবার (২৩ জানুয়ারি) ভোর থেকে কুয়াশাচ্ছান্ন হয়ে আছে কুষ্টিয়া মিরপুর উপজেলা জুড়ে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, এখনও দেখা মেলেনি সূর্যের,যার কারণে বেড়েছে শীতের তিব্রতা। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ উপজেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জনজীবন।

কুষ্টিয়া কুমারখালী আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মামুন-অার রাশেদ জানান,আজ সকাল থেকে কুষ্টিয়ায় তাপমাত্রা ১৪° ডিগ্রি সেলসিয়াস,এবং আগামীকাল পর্যন্ত এ আবহাওয়া থাকতে পারে। গত দুইদিন ধরে উপজেলা  জুড়ে বইছে শৌতপ্রবাহ। ফলে শ্রমজীবী মানুষ জীবিকা নির্বাহে ঘরের বাহিরে যেতে বাধাগ্রস্ত হচ্ছে।


মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃপীযূষ কুমার জানান, ঠান্ডা জ্বর কাশিতে বৃদ্ধ থেকে শিশুরাও আক্রান্ত হয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দারস্থ হচ্ছে।

মিরপুর পৌরসভার অটো চালক সোহেল বলেন, আমরা প্রতিদিন এখান থেকে ভেড়ামারা যাত্রী নিয়ে যায়,আজ কুয়াশা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কারণে এখন পর্যন্ত যাত্রী নিয়ে যেতে পারিনি।

 
একুশে সংবাদ/আলমগীর মন্ডল/এইচআই.

পরিবেশ বিভাগের আরো খবর