সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২০ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২১

দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রোববার (১২ সেপ্টেম্বর) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো ওই পূর্বাভাসে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
শনিবার ঢাকায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং আজ দেশে নেত্রকোনায় ২৩ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৪৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

একুশে সংবাদ/ঢা/তাশা

পরিবেশ বিভাগের আরো খবর