সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ধর্ম অবমাননার অভিযোগে আটক কৌতুকশল্পী

একুশে সংবাদ প্রকাশিত: ০১:০৮ পিএম, ৩ জানুয়ারি, ২০২১

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ধর্মীয় অবমাননার অভিযোগে আটক করা হল কৌতুকশল্পী মুনাওয়ার ফারুকিকে। গুজরাটের জুনাগড়ের বাসিন্দা ওই কৌতুকশিল্পীর শো চলাকালীন তিনি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগের জের ধরে ফারুকিকে আটক করা হয়।

জানা যাচ্ছে, গত শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে জনপ্রিয় ফাইভ ডি এলাকার একটি ক্যাফেতে একটি অনুষ্ঠানে হাজির হন মুনাওয়ার ফারুকি। তাঁর সঙ্গে ছিলেন এডউইন অ্যান্থনি, প্রকার ব্যাস, প্রতীম ব্যাস এবং নলিন যাদব। ইন্দোরের ওই অনুষ্ঠানের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সম্পর্কে অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ করেন একলব্য সিং গউর নামে এক ব্যক্তি। 

স্থানীয় বিজেপি বিধায়ক মালিনী লক্ষ্মণ সিং গউরের ছেলে একলব্য শনিবার ইন্দোরের ওই অনুষ্ঠানে হাজির হন। সেখানে গিয়েই মুনাওয়ার ফারুকির ওই অনুষ্ঠানে ভিডিও শ্যুট করে তিনি। এরপর সেই ফুটেজ নিয়ে সোজা থানায় চলে যান একলব্য। 

ইন্দোরের ওই ঘটনার পর বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করে। যেখানে দেখা যায়, ইন্দোরের ওই ক্যাফের মধ্যে মুনাওয়ার ফারুকির অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তাঁকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যেতে শুরু করেন 'হিন্দ রক্ষক' নামে একলব্যদের সংগঠনের বেশ কয়েকজন। যদিও সেই ফুটেজে যা দেখানো হয়, তা সত্যি নয় বলে দাবি করেন একলব্য সিং গউর।

একুশে সংবাদ/জি/আ

বিনোদন বিভাগের আরো খবর