সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৯ অক্টোবর খুলবে ইবির আবাসিক হল

একুশে সংবাদ প্রকাশিত: ১১:১৪ এএম, ৫ অক্টোবর, ২০২১

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে দীর্ঘ বন্ধের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ খোলা হবে আগামী ৯ অক্টোবর এবং ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে সিন্ডিকেটের এক (জরুরি) সভায় সোমবার (০৪ অক্টোবর)এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু: আতাউর রহমান জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য হলসমূহ খুলে দেওয়া হবে। এছাড়া আগামীকাল থেকে লাইব্রেরী চালু করা হবে এবং আগামী ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করা হবে।

 

প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ আছে দেশের সকল প্রকার বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে বন্ধ রয়েছে হল সমূহও। সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়া এবং শিক্ষার্থীদের টিকা গ্রহণ কার্যক্রম ৯০ শতাংশের বেশি সম্পন্ন হওয়ার পর সিদ্ধান্ত গ্রহণ করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

একুশে সংবাদ/ঐশী/আ

শিক্ষা বিভাগের আরো খবর