সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশে শিক্ষক-কর্মচারী টিকা নিয়েছেন : ৯০ শতাংশ মাউশি’র মহাপরিচালক

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২১

দেশের স্কুল-কলেজগুলোর ৯০ শতাংশ শিক্ষক-কর্মচারী কোভিড-১৯ টিকা নিয়েছেন। বাকিদের কারও সমস্যা রয়েছে, বা কো-মরবিডিটি (অন্যান্য রোগে আক্রান্ত) থাকতে পারে। এসব কারণে তাঁরা নিতে পারেননি।’বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

আজ রোববার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে সংবাদকর্মীদের সামনে মাউশি’ মহাপরিচালক এ মন্তব্য করেন।

অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘আজ দেখলাম—শিক্ষার্থীরা সামাজিক দূরত্ব বজায় রেখে বসেছে। শিক্ষক-শিক্ষার্থীদের সবাই মাস্ক পরেছে। এ ছাড়া প্রথম দিন শিক্ষার্থীরা কীভাবে সামাজিক দূরত্ব মেনে চলবে, সে বিষয়ে শিক্ষকদের ব্রিফিং করার কথা। সেটিও শিক্ষকেরা করেছেন।’
তিনি আরও বলেন,আজ স্কুল-কলেজ খুলেছে। আমরা যা দেখলাম, পরিবেশ অত্যন্ত সন্তোষজনক।


একুশে সংবাদ/এন/মু

শিক্ষা বিভাগের আরো খবর