সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অবশেষে শিক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটছে!

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২১

করোনাভাইরাস মহামারীতে প্রায় এক বছর বন্ধ থাকার পর খুলছে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ২৪ মে এবং আবাসিক হল খুলে দেয়া হবে ১৭ মে। তার আগে সব আবাসিক শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আজ সোমবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে দীপু মনি এসব কথা বলেন।

বর্তমানে হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, করোনার কারণে বিসিএস পরীক্ষার বয়স বিবেচনা করবে সরকার।

গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাবের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কয়েক ধাপে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

করোনার প্রাদুর্ভাব কমে আসায় চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবি আসতে থাকে। এ নিয়ে আন্দোলনে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বশেষ জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে।


একুশে সংবাদ/আ/আ

শিক্ষা বিভাগের আরো খবর