সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এইচএসসি’র ফল প্রকাশে আইনের সংশোধনী অনুমোদন

একুশে সংবাদ প্রকাশিত: ০১:১২ পিএম, ১১ জানুয়ারি, ২০২১

২০২০ সালেন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে মন্ত্রিসভা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১১ জানুয়ারি) সকালে মন্ত্রিসভার বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনী পেশ করা হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ১৮ জানুয়ারী সংসদের শীতকালিন অধিবেশনে আইনের সংশোধনী উত্থাপন করা হবে। এরপর সংসদীয় কমিটির রিপোর্টের ভিত্তিতে আইনটি পাশ হলে গেজেট প্রকাশ করা হবে। গেজেটের পরই ফল প্রকাশ করা হবে।

গেল বছর পহেলা এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা সংক্রমনের কারনে তা বাতিল করা হয়। 

এক সিদ্ধান্তে ২০২০ সালের এইচএসসির পরীক্ষায় অটোপাশ ঘোষণা দেয় সরকার। কিন্তু তার আইনগত কোনো ভিত্তি ছিল না। আইন সংশোধন করে, সেই ভিত্তি নিশ্চিত করতে চায় সরকার।   

আইন সংশোধনের মধ্য দিয়ে, পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি এই দুই পরীক্ষার ফলের গড় করে এইচএসসি’র ফল প্রকাশ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলের মানকে ৭৫ শতাংশ ধরে এইচএসসির ফল ঘোষিত হবে।

একুশে সংবাদ/এআরএম

শিক্ষা বিভাগের আরো খবর