সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাতেই মেরামত

ঢাবির মধুদার ভাস্কর্যের কান ভাঙলো কে?

প্রকাশিত: ০৩:২৮ পিএম, ৩ ডিসেম্বর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে অবস্থিত 'মধুসূদন দে স্মৃতি ভাস্কর্য'র একটি কান ভেঙে দিয়েছিল দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২ ডিসেম্বর) রাতে বিষয়টি জানতে পারে কর্তৃপক্ষ। এর পর রাতেই ভেঙে ফেলা অংশটি সংস্কার করা হয়।

একটি সূত্র জানায়, গতকাল রাতে মধুদার ভাস্কর্যের অংশবিশেষ ভাঙার বিষয়টি নজরে আসার পর প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে জানান ক্যান্টিনের কর্মচারীরা। পরে প্রক্টরিয়াল টিমের কয়েকজন সদস্য ভাস্কর্যটি পরিদর্শনে আসেন। তবে তাঁরাই ভেঙে ফেলা অংশটি পুনঃস্থাপন করেছেন নাকি মধুর ক্যানটিনের কর্মচারীরাই সেটি করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানান, মধুসূদন দে স্মৃতি ভাস্কর্য'র একটি কান ভাঙা পাওয়ার খবর জানতে পারি। তবে ক্যান্টিনের কর্মচারীরাই তা প্রতিস্থাপন করেছেন। কেউ  উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাস্কর্যটির ক্ষতি করেছে কিনা, তা এখনো জানা যায়নি। বিষয়টি অনুসন্ধান করতে বলা হয়েছে।

মধুর ক্যান্টিনের একজন কর্মচারী জানান, গতকাল রাত  ৮টার দিকে তাঁরা মধুদার ভাস্কর্যের কানের অংশ ভাঙা দেখতে পান। বিষয়টি তখনই প্রক্টরকে জানানো হয়। রাত ৯টার পর ভাস্কর্যের ভেঙে ফেলা অংশটি লাগিয়ে দিয়ে যায় প্রক্টরিয়াল টিম।

একুশে সংবাদ/কা/এআরএম

শিক্ষা বিভাগের আরো খবর