সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশে টানা ৫ মাস মূল্যস্ফীতি কমলো

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও টানা ৫ মাস ধরে কমেছে দেশের মূল্যস্ফীতি। জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশে।

 

সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

 

বিবিএস বলছে, ২০২২ সালের আগস্টে দেশে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫২ শতাংশে উঠে গিয়েছিল। তবে এরপর থেকেই তা কমতির দিকে।

 

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমে হয় ৯ দশমিক ১০ শতাংশ। অক্টোবরে নামে ৮ দশমিক ৯১ শতাংশে। এরপর নভেম্বরে ৮ দশমিক ৮৫ শতাংশ ও ডিসেম্বরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ৭১ শতাংশে।

 

এবার ২০২৩ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশে।

 

মূলত অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল থাকায় গত ৫ মাস ধরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কমছে বলে প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

 

একুশে সংবাদ/ডে/এসএপি

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর