সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শিবপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৮ মে, ২০২২
ছবি: সংগৃহীত

নরসিংদির শিবপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে হাজী ইসমাঈল মডেল স্কুল অ্যান্ড কলেজে অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

যমুনা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্প কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন, যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

এখানে প্রায় চার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসহ ওষুধ বিতরণ করা হয় এবং ৩৫৬ জনকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। এসময় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/সা.বে/রখ

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর