সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঋণের তৃতীয় কিস্তির ছাড়ে ইতিবাচক সাড়া দিয়েছে আইএমএফ

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৯ পিএম, ৭ মে, ২০২৪

বাংলাদেশ বেশিরভাগ শর্ত পূরণ করায় ঋণের তৃতীয় কিস্তি ছাড়ে ইতিবাচক সাড়া দিয়েছে আইএমএফ প্রতিনিধি দল।

মঙ্গলবার (৭ মে) সকালে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অর্থ বিভাগের বাজেট ও সামষ্টিক অর্থনীতি বিভাগের সঙ্গে বৈঠক করে সংস্থাটি। বৈঠকে অন্যান্য দফতর থেকে অংশ নেয়া কর্মকর্তারা এ তথ্য জানান।

তারা জানান, সফররত প্রতিনিধি দলটি বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় নেয়া উদ্যোগে সন্তুষ্ট। তবে সমস্যা এখনও রয়েছে রিজার্ভ বিষয়ে।

গত ২৪ এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকসহ সরকারের অর্থ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করছে আইএমএফ। এর আগে ওয়াশিংটনে আইএমএফের বসন্তকালীন বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গণমাধ্যমকে জানিয়েছিলেন, ঋণের তৃতীয় কিস্তির জন্য ১০টি শর্তের মধ্যে ৯টিই পূরণ করা হয়েছে।

বাজেটের আগ মুহূর্তে ঢাকায় আসা আইএমএফ দলটি মূলত সংস্থাটি থেকে প্রাপ্ত ঋণের শর্ত পূরণের অগ্রগতি জানতে চাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের কথা রয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা  

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর