সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কমলো স্বর্ণের দাম

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১০ মে, ২০২২

বিশ্ববাজার ও স্থানীয় বুলিয়ান মার্কেটসহ বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। বুধবার (১১ মে) থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

 

নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৫১৬ টাকা। মান অনুযায়ী স্বর্ণের দাম প্রতি ভরিতে কমানো হয়েছে ৮৭৬ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

 

সোমবার (৯ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ এর সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ মে থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। নতুন মুল্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৬ হাজার ৫১৬ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৩ হাজার ১৭ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬২ হাজার ৬৩৬ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭৬ টাকা কমিয়ে ৫২ হাজার ১৯৬ টাকা করা হয়েছে।

 

একুশে সংবাদ.কম/জা/জা

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর