সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ

৩য় ধাপের পরীক্ষা বাতিল ও পুনরায়ের দাবিতে মানববন্ধন

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪

প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপের পরীক্ষা এবং পুনরায় পরীক্ষার গ্রহণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজবাড়ী সচেতন নাগরিক সমাজের ব্যানারে ভূক্তভোগী শিক্ষার্থীরা রাজবাড়ী প্রেস ক্লাব ভবন ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে আমজাদ আলী ভূইয়া, বিনা খাতুন, তাহরিমা খাতুন, তানিয়া সুলতানা, ইয়াসমীন জাহান সুমি, ঈশিতা বিশ্বাস, শাকিল মাহমুদ, সেলিনা খাতুন, আনোয়ারা খাতুন, শান্তা খাতুনসহ প্রায় শতাধিক ভূক্তভোগী পরীক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

এসময় ভূক্তভোগী পরীক্ষার্থীরা বলেন, চলতি বছরের মার্চ মাসের ২৯ তারিখে প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপের পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের কারণে ডিবি জরিতদের গ্রেপ্তার করে।

এর প্রেক্ষিতে ৩য় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল, ভাইভা বাতিল ও জরিতদের শাস্তির দাবিসহ পূনরায় পরীক্ষা গ্রহনের দারি জানান তারা।

মানববন্ধন শেষে ভূক্তভোগী শিক্ষার্থীরা রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের নিকট স্মারকলিপি প্রদান করেন।

 

একুশে সংবাদ/জ.ই.জে/সা.আ


 

সারাবাংলা বিভাগের আরো খবর