সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইসলামপুরে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪

জামালপুরের ইসলামপুরে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু আহমেদ (৩১) নামে এক কৃষক মারা গেছেন। সোমবার (২৯ এপ্রিল) উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর বালিয়ামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার ইজ্জত শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ১০ টার দিকে কৃষক রাজু আহমেদ তার বাড়ির পাশে ধান ক্ষেতে সেচ দিতে যান। এসময় বৈদ্যুতিক পাম্প চালু করতে সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে থাকা সুইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

একুশে সংবাদ/লি.হো.জে/সা.আ

সারাবাংলা বিভাগের আরো খবর