সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আবারও তেলের বাজার ঊর্ধ্বমুখী

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৬ এপ্রিল, ২০২২

আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম। রাজধানীতে খোলা সয়াবিন তেল পাইকারিতে বিক্রি হচ্ছে কেজি ১৯২-১৯৫ টাকা। খুচরায় বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। ক্রেতাদের অভিযোগ বেশি দামে তেল বিক্রির জন্য কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে।

অবশ্য খুচরা ব্যবসায়ীরা জানায়, রোববার সকালে খোলা তেল বিক্রি করেছেন ১৭৫ টাকা কেজিতে। বিকেলে দেখেন, কিনতেই হচ্ছে ১৮২ টাকায়। সোমবার সকালে কিনেছেন ১৯২ টাকা কেজিতে। 

এছাড়া তারা বলেন,‘গত এক দেড় মাস ধরে ৩-৫ কেজি ওজনের তেলের বোতল  দেওয়া বন্ধ রয়েছে। এক-দুই কেজির বোতলের চাহিদা যেখানে আমাদের এক বাক্স, সেখানে পাওয়া যায় দুই-তিন পিস করে।’

অবশ্য পাইকারি ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তি। আমদানি হচ্ছে খুবই কম। রমজান মাসে তেলের সংকট যাতে না হয়, সেই চেষ্টা করা হচ্ছে। হঠাৎ করে ইন্দোনেশিয়া পামওয়েল তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। বাধ্য হয়ে তেলের দাম বাড়াতে হয়েছে।   

একুশে সংবাদ/এসএস
 

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর