সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শেয়ারবাজারে দরপতনের শীর্ষে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ৫ ডিসেম্বর, ২০২১

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর ৭০ পয়সা বা ৭.৮৭ শতাংশ কমেছে। এ তথ্য জানা গেছে ডিএসই সূত্রে। দেখা গেছে, ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৩৩৮ বারে ১২ লাখ ৩৬ হাজার ৪০০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি টাকা। লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের ৪ টাকা ২০ পয়সা বা ৪.৩৭ শতাংশ দর কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটন ইন্ডাস্ট্রিজের দর ৪০ পয়সা বা ৮১ শতাংশ কমেছে। এছাড়াও লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- নিউ লাইন ক্লোথিংস, বাংলাদেশ সাবমেরিন কেবল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এনভয় টেক্সটাইল, এমজেএলবিডি, একমি পেস্টিসাইডস ও ওয়ান ব্যাংক লিমিটেড ভরে জানা যায়।

 

একুশে সংবাদ/রাফি

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর