সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সপ্তাহের ব্যবধানে বেড়েছে সাত পণ্যের দাম 

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২২ অক্টোবর, ২০২১

সপ্তাহের ব্যবধানে নতুন করে খোলা সয়াবিন তেল, সরু চাল, চিনি, ব্রয়লার মুরগি, দেশি আদা, জিরা ও দারুচিনি এই সাতটি পণ্যের দাম আরেক দফা বেড়েছে। ফলে ক্রেতাদের পণ্য কিনতে নতুন করে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। 

বৃহস্পতিবার সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার পণ্য মূল্য তালিকায় এ সব পণ্যের বাড়তি দর লক্ষ্য করা গেছে। 

টিসিবি বলছে, সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রতি লিটার খোলা সয়াবিন ১ দশমিক শূন্য ৯ শতাংশ, প্রতিকেজি সরু চাল শূন্য দশমিক ৮৩ শতাংশ, প্রতি কেজি দেশি আদা ২ দশমিক ৭৮ শতাংশ, জিরা ২ দশমিক ৮৬ শতাংশ, দারুচিনি ২ দশমিক ২০ শতাংশ, প্রতি কেজি ব্রয়লার মুরগি ৪ দশমিক ৪১ শতাংশ ও  প্রতি কেজি চিনির দাম ১ দশমিক ৮৯ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে।

একুশে সংবাদ/বাবু

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর