সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পূর্ব শত্রুতার জেরে বাড়ি ভাংচুর অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৪ জুন, ২০২১

বাড়ির জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী দুর্বৃত্তদের এলোপাতারী আঘাতে শফিক সরকার ও তার স্ত্রী রেনোয়ারা বেগম গুরুতর আহত হয়। চোখে প্রচণ্ড আঘাতের কারণে শফিক সরকারকে কসবা উপজেলা হতে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়, পরবর্তীতে চোখের অবস্থা পরিবর্তন না হওয়াই ঢাকায় চক্ষু হাসপাতালে পেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে কসবা উপজেলার গোপীনাথপুরস্থ বাড়াই গ্রামে। 

এ বিষয়ে গত ২৩ মে শনিবার শফিক সরকারের মেয়ে তানজিনা আক্তার বাদী হয়ে আসামীদের নাম উল্লেখ করে কসবায় থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং—এসডিআর—৮৮৮, তাং—২৩—০৫—২১ইং। মামলায় এজাহারভুক্ত আসামী নিজাম সরকার বর্তমানে জেলহাজতে রয়েছে এবং বাকী অন্যান্য আসামীরা জামিনে আছেন। জামিন পাওয়া আসামীরা মামলা তুলে নেয়ার জন্য বাদীপক্ষকে বিভিন্নভাবে হুমকী ধামকি দিচ্ছে। 

এরই জের ধরে গত ৪ জুন শুক্রবার আহতদের বাড়ি পুরুষশূন্য থাকাবস্থায় আসামীগণ পরস্পর যোগসাজশে ঐক্যবদ্ধ হয়ে দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শফিক সরকারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ বাড়িতে থাকা অন্যান্য লোকজনকে মারধর করে। বর্তমানে শফিক সরকারের পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের নিরাপত্তা চেয়ে শফিক সরকারের স্ত্রী রেনোয়ারা বেগম পুনরায় কসবা থানায় আরেকটি মামলা দায়ের করেন। মামলা এসডি নং —৯১৮। এ ব্যাপারে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের প্রত্যাশী ভুক্তভোগী অসহায় পরিবারটি।

 

 

 

একুশে সংবাদ/এনায়েত 
 

অপরাধ বিভাগের আরো খবর