সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৬০ কোটি টাকা মূল্যের কোকেনসহ আটক ৬

একুশে সংবাদ প্রকাশিত: ০১:১২ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২০

রাজধানীতে অভিযান চালিয়ে প্রায় ৬০ কোটি টাকা মূল্যের কোকেনসহ পাচারকারী চক্রের ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

র‌্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাতে গুলিস্তান ও যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. হান্নান, মো. উজ্জল, মো. সুলতান হাসান, উদয় দাস, শ্রী পলাশ দে, ফিরোজ আলম খান। তাদের মধ্যে মো. হান্নান ও উজ্জল আপন দুই ভাই।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া মোমেনবাগ এলাকার সালাউদ্দিন স্কুল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে কোকেন ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় এক কেজি ওজনের এক প্যাকেট কোকেন উদ্ধার করা হয়। 

পরে গ্রেপ্তার ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্টন এলাকার আবাসিক হোটেল মেঘনায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। এ সময় আরও এক কেজি কোকেনসহ চক্রের বাকি তিন সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। 

একুশে সংবাদ/ঢ/এস

অপরাধ বিভাগের আরো খবর