সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ছেলেটি একটু মেয়েঘেঁষা

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪

স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ওঠার পর ছাত্র-ছাত্রীদের মনে নতুন উৎসাহ-উদ্দীপনার সাথে ভর করে রোমান্সও। ছেলে-মেয়েরা মেলামেশার অবাধ সুযোগ পায় -যা স্কুলের লাইফে ছিল না। 

এক ছাত্রের প্রগ্রেসিভ রিপোর্টে কলেজশিক্ষক লিখলেন, ছেলেটি পড়াশোনায় ভালো, খেলায়ও বেশ চমৎকার। একমাত্র দোষ- মেয়েঘেঁষা। অভিভাবককে উদ্দেশ করে বলেছেন- বড্ড মেয়েঘেঁষা আপনার ছেলে। আমি তাকে সংশোধনের চেষ্টা করছি।

ছেলেটির বাবা বাড়ি ছিলেন না।

মা রিপোর্টের নিচে লিখলেন, আপনাকে ধন্যবাদ। সংশোধনের উপায় বার করতে পারলে আমাকে জানাবেন স্যার প্লিজ। কারণ ওই পদ্ধতি আমার জানা একান্ত দরকার। পদ্ধতিটি ছেলের বাবার ওপরও প্রয়োগ করতে হবে। সে বড্ড পরনারীঘেঁষা কিনা।

একুশে সংবাদ/এসএডি
 

ফিচার বিভাগের আরো খবর