সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সিলেট স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ এবং ভারত নারী দল। দিবারাত্রির এই ম্যাচে ফ্লাডলাইটে আগুন লেগে যায়।

সিলেটে সিরিজের প্রথম ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় বিকেল চারটায়। টস জিতে শুরুতে ব্যাটিং করে ভারত। বাংলাদেশের বোলিং ইনিংসের শুরুর দিকে দিনের আলো থাকলেও ধীরে ধীরে সূর্য ডুবতে শুরু করে। ভারতের ব্যাটিংয়ের প্রায় শেষদিকে জ্বালিয়ে দেয়া হয় স্টেডিয়ামের ফ্লাডলাইট।

ফ্লাডলাইট তখনো পুরোপুরি জ্বলে ওঠেনি। একটু একটু করে যখন আলো বাড়ছিল, তখন হঠাৎ করেই দেখা যায় একটি ফ্লাডলাইটের মাঝাখানে ইলেকট্রনিক যন্ত্রপাতিতে আগুন ধরার দৃশ্য। টিভি ক্যামেরায়ও ধরা পড়ে আগুনের সেই চিত্র। 

তবে আগুন লাগার পরেও ওই ফ্লাডলাইট ভালোভাবেই জ্বলেছে। আগুনের কারণে খেলায় কোনো বিলম্বও করতে হয়নি। কিন্তু ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে সেটা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। 

এদিকে প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে  ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৮০ রান। জয়ের জন্য ৪ ওভারে প্রয়োজন ৬৬ রান।


একুশে সংবাদ/এস কে   

খেলাধুলা বিভাগের আরো খবর