সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তিতাসে রাস্তায় স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং নির্মাণে ইউএনও নিকট ৫ম শ্রেনীর ছাত্রীর আবেদন

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

কুমিল্লার তিতাস উপজেলার বড় গাজীপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী আনিকা জাহান প্রীতি গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়কের বড় গাজীপুর নামক স্থানে দুইটি স্পিড ব্রেকার ও দুইটি জেব্রা ক্রসিং নির্মাণ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেন।

 

বৃহস্পতিবার দুপুরে আনিকা জাহান প্রীতি তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের নিকট লিখিত আবেদন জমা দেয়। আবেদনটিতে উল্লেখিত করা হয় তিতাস উপজেলাধীন বড় গাজীপুর গ্রামে গৌরীপুর-হোমনা সড়কের পশ্চিম পার্শ্বে সংলগ্ন আমার বিদ্যালয়টি অবস্থিত, যাহার ছাত্র/ছাত্রীর সংখ্যা চার শতাধিক। 

একই পার্শ্বে বড় গাজীপুর খান মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ যাহার ছাত্র/ছাত্রীর সংখ্যা সহশ্রাধিক, বড় গাজীপুর প্রি-ক্যাডেট স্কুল যাহার ছাত্র/ছাত্রীর সংখ্যা ছয় শতাধিক পড়াশুনা করেন এবং বড় গাজীপুর আজিজিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসায় আট শতাধিক ছাত্র/ছাত্রী পড়াশুনা করেন। সড়কের পূর্ব পার্শ্বে তিতাস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে চার শতাধিক ছাত্র/ছাত্রী পড়াশুনা করেন। গৌরীপুর-হোমনা সড়কে একতা পরিবহন এবং অপেশাদার সিএনজি/অটো চালকগণসহ বিভিন্ন যানবাহন বেপরোয়া গতিতে চালানোর ফলে প্রায়শঃই দুর্ঘটনায় প্রাণহানি/পঙ্গুত্ব বরণ করার ঘটনা ঘটিতেছে। 

গত ৮ই ফেব্রুয়ারী বাতাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা রাস্তা পাড়াপার কালে বেপরোয়া গতির একতা পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। তাছাড়াও উল্লেখ্য যে, রোড সেফটি ফাউন্ডেশনের সমীক্ষায় ২০২৩ সালে সড়ক দূঘটনায় ১,১২৮ শিশুর অকাল মৃত্যু ঘটিয়াছে।

এবিষয়ে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, রাস্তাটি সড়ক ও জনপথ অধিদপ্তর এর তাদের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

একুশে সংবাদ/এনএস

সারাবাংলা বিভাগের আরো খবর