সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অবৈধ পুকুর খনন করায় ভেকু জব্দ, ২ জেল

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১ জুন, ২০২৩

মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধভাবে পুকুর খননের দায়ে ২ জনকে ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ঘটনাস্থল থেকে ১টি এক্সকাভেটর (ভেকু) মেশিন ও গাড়ি (মাহিন্দ্র) জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া।

 

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে উপজেলার চালা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় ২ জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন ও ১৫ ধারায় ২ জনকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়।

 

এ ঘটনায় সাজাপ্রাপ্তরা হলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামের আব্দুল মান্নানের ছেলে নুর আলম (২৮) এবং দৌলতপুর উপজেলার দৌলতপুর গ্রামের রোহিত হোসেনের ছেলে মো. ইসলাম হোসেন (২৭)।

 

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া জানান, "কৃষি জমি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।"

 

একুশে সংবাদ/সা.খ.প্র/জা.হা

সারাবাংলা বিভাগের আরো খবর