সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নরসিংদীতে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০১ পিএম, ৩১ মে, ২০২৩

নরসিংদীতে পারিবারিক কলোহের জেরে স্ত্রী মাহমুদা বেগমকে কুপিয়ে জখমের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী আক্তার হোসেন। পরে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে। আক্তার হোসেন নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের টাওয়াদী দাশপাড়া গ্রামের মলিল মিয়ার ছেলে।

 

আজ বুধবার (৩১ মে) দুপুরে সদর পৌরসভার কাওরিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত স্ত্রী মাহমুদাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার উপ পরিদর্শক শাহীন চৌধুরী।

 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত আক্তার হোসেন দ্বিতীয় বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী সুমি নামে একটি মেয়ের সাথে বিয়ে করে ঘর সংসার করছেন। গত এক বছর আগে মাহমুদা বেগম নামে আরেক নারীকে তিনি বিয়ে করেন। বিয়ের পর থেকেই মাহমুদাকে নিয়ে নরসিংদী পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

 

সম্প্রতি নিজ বাড়িতে যাওয়া ও আগের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সর্ম্পক রাখা সহ পারিবারিক বিষয় নিয়ে দ্বিতীয় স্ত্রী মাহমুদা বেগমের সাথে মনমালিন্য চলছিলো।

 

এরই ধারাবাকিতায় বুধবার দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মৃত আক্তার হোসেন তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে কুপাতে থাকে। এতে মাহমুদার কান সহ মুখের একাংশ আলাদা হয়ে যায়। পরে মাহমুদা বেগম রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়।

 

এমন পরিস্থিতিতে স্ত্রী মারা গেছে ভেবে আক্তার ঘরের ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করে। পরে আশপাশের লোকজন টের পেয়ে স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত আক্তারের মৃতদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

নিহত আক্তারের প্রথম স্ত্রী সুমি বলেন, আমি আমার স্বামীর মা-বাবার সাথে টাউয়াদি দাস পাড়ায় বসবাস করি। দ্বিতীয় বিয়ের পর থেকেই সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি মা বাবার সাথেও যোগাযোগ করত না। আজ দুপুরে শুনতে পাই সে আত্মহত্যা করেছে।

 

নিহতের খালা সাজেদা বেগম বলেন, আক্তার তার মা বাবার সাথে সম্পর্ক রাখতে চেয়েছিল। কিন্তু তার দ্বিতীয় স্ত্রী মাহমুদা তা রাখতে দিতে চাইতো না। এ নিয়ে তাদের মধ্যে ঝড়গা বিভাদ চলত। এরই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটে।

 

নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক শাহিন চৌধুরি বলেন, ঘটনাস্থল এসে শুনতে পেয়েছি পারিবারিক কলোহের জেরে দ্বিতীয় স্ত্রী মাহমুদাকে কুপিয়ে আহত করে আক্তার হোসেন নামে এক ব্যক্তি। পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। স্ত্রী মাহমুদাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করার কথা শুনেছি। পরে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করি।

 

একুশে সংবাদ/সা.হ.প্র/জাহা/বিএস

সারাবাংলা বিভাগের আরো খবর