সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গোদাগাড়ীতে দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৮ মে, ২০২৩

রাজশাহীর গোদাগাড়ীতে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহিতা, দলিল লিখন পদ্ধতি ও নাগরিক সেবা বিষয়ক একদিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টায় সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী সাব-রেজিস্ট্রার সাদেকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা রেজিস্ট্রার মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন চারঘাট সাব-রেজিস্ট্রার খালেদা সুলতানা, তানোর সাব-রেজিস্ট্রার তোহিদুল ইসলাম উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

গোদাগাড়ী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম টিটুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সহ-সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ।

 

প্রশিক্ষণ শেষে ৪০ জন দলিল লেখকদের মাঝে সনদ বিতরণ করা হয়। এতে উপজেলা সাব-রেজিস্ট্রারের এর অধীন সনদপ্রাপ্ত সকল দলিল লেখকগণ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

 একুশে সংবাদ.কম/মু.হো/বিএস

সারাবাংলা বিভাগের আরো খবর