সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জুড়ীতে অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা আদায়

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১ মে, ২০২৩

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২৮৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল এবং  ১০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। সোমবার (১ মে) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।

 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আওতায় উপজেলার কামিনীগঞ্জ বাজারে  অভিযান চালিয়ে ২৮৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল এবং  ১০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা‌। এছাড়া অবৈধ কারেন্ট বিক্রির দায়ে এক ব্যাবসায়ী কে মোট ৩৫০০০ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে‌। অভিযানে জেলা মৎস্য অফিসার মুহম্মদ মিজানুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

 

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে‌ বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী কামিনীগঞ্জ বাজারে  অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দের পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে। হাকালুকি হাওরে মৎস্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর