সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সেন্টমার্টিনে ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৩

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে।

 

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

 

তিনি বলেন, কোস্টগার্ডের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, সেন্টমার্টিন থেকে কক্সবাজার মুখি পর্যটকবাহী জাহাজে করে যাত্রী বেশে ইয়াবা পাচার হবে। উক্ত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন জেটিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেন্টমার্টিন থেকে কক্সবাজারগামী পর্যটকদের সাথে থাকা ব্যাগ তল্লাশীর শুরু হয়। এসময় দুইজন ব্যক্তির সাথে থাকা ব্যাগ তল্লাশী করতে চাইলে তারা অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে সন্দেহের মাত্রা আরও বেড়ে গেলে তাদের সাথে থাকা কালো রংয়ের একটি ব্যাগ তল্লাশী করে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুই পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দুইজনই দীর্ঘদিন যাবত ইয়াবা পাচারের সাথে জড়িত।

 

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/শা.হো.প্রতি/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর