সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মেলায় থেকে আসা পথে ট্রাকের চাপায় শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

একুশে সংবাদ প্রকাশিত: ০২:২৬ পিএম, ২২ জানুয়ারি, ২০২৩

মেলা থেকে আসার পথে লক্ষ্মীপুরে বালু ভর্তি ড্রাম ট্রাকের চাপায় মো. আজিম হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয় মো. রানা ও রিয়াজ হোসেন নামে আরও দুই শিক্ষার্থী। এদের মধ্যে রিয়াজের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

 

নিহত শিক্ষার্থী আজিম হোসেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের (১নং ওয়ার্ড) আঠিয়া তলী গ্রামের বাবুল হোসেনের ছেলে ও চাঁদখালী এ রব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

 

শনিবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনা ও শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদ। 

 

তিনি জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আহত হয় আরও দুই ব্যক্তি। এদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক। চালক ও ট্রাকটি আটকরা সম্ভব হয়নি।

 

আহতরা একই গ্রামের বাসিন্দা। এর-আগে পৌনে ৮টার দিকে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের বটতলী বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিম ও তার বন্ধুরা বিকেলে দুইটি মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জে মেলায় ঘুরতে যান। মেলায় থেকে আসা পথে বটতলী বাজার এলাকায় পৌঁছলে, তার বিপরীত দিক লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট থেকে চেয়ে আসা বালু ভর্তি ড্রাম ট্রাক আজিমের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আজিমের মৃত্যু হয়। আহত হয় রানা ও রিয়াজ তারা আজিমের বন্ধু।

 

একুশে সংবাদ.কম/র.ই.প্র/জাহাঙ্গীর

সারাবাংলা বিভাগের আরো খবর