সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মদনে বিনামূল্যে কৃষকের মঝে কৃষি উপকরণ বিতরণ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৩ নভেম্বর, ২০২২

নেত্রকোনার মদনে ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ডাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

 

রবিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

 

এ সময় উপজেলা পৌরসভা সহ ৮ ইউনিয়নের ১ হাজার ৯শত কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ১ হাজার ৯শত জন কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/ মো.সা.খা/ রখ

 

 

 

 

 

সারাবাংলা বিভাগের আরো খবর