সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অনুমোদনহীন সার কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২২

বগুড়ার কাহালুতে অনুমোদনহীন সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান বিপুল পরিমাণ সার জব্দ কারখানা সিলগালা মালিকের সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা

 

গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে বগুড়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট জান্নাতুল নাহিম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের বগুড়া-নওগাঁ মহাসড়ক সংলগ্ন পাগলাপীর বউ বাজার এলাকায় অবস্থিত আনিকা এগ্রো এন্ডাষ্টিজ জিংক সালফেট দস্তা সার কারখানায় অভিযান চালান।

 

এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন সার জব্দ করা হয়  এবং কারখানা সিলগালা সহ মালিকের সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

এ সময় বিএসটিআই এর কর্মকর্তাবৃন্দ সহ আইন শৃংখলা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।

 

উক্ত কারখানার মালিক ঝিনাইদহ জেলার জাকির হোসেন অনুমোদন না নিয়ে অবৈধ ভাবে জিংক সালফেট দস্তা সার উৎপাদন করে বাজারে বিক্রি করে আসছিলেন।

 

একুশে সংবাদ/মো.হা.র/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর