সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গোপালগঞ্জে মোবাইল কোর্টে নিবন্ধনবিহীন ডাক্তার আটক

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২২

গোপালগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে মো: সামসুদ্দিন নামে একজন নিবন্ধন বিহীন ডাক্তার আটক করে শাস্তি প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক মো: মামুন খান এর নেতৃত্বে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গতকাল রবিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদরের চৌরঙ্গীতে অবস্থিত শরিফ ডায়গনিস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ঐ ডায়গনস্টিক সেন্টারে ডা: পরিচয়ে রোগি দেখছিলেন মো: সামসুদ্দিন। এ সময় তার নিবন্ধন জানতে চাইলে তিনি তাঁর নিবন্ধন নম্বর জানাতে ব্যর্থ হন। এক পযায়ে জানা যায় তার কোন নিবন্ধন নম্বর নাই। যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর পরিপন্থি। নিবন্ধন না থাকার পর ডাক্তারী প্র্যাকটিস করার অপরাধে ভ্রাম্যনাম আদালতের বিচারক মো: মামুন খান তাকে  ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

 

মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সংশ্লিষ্ট মেডিকেল অফিসার, সঙ্গীয় পুলিশ ফোর্স ও আনসার বাহিনীর সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন।

 

ভ্রাম্যমান আদালতের বিচারক মো: মামুন খান জানান জনস্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ.কম/ম.ম.জা.হা

সারাবাংলা বিভাগের আরো খবর