সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মদসহ আটক ২

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২২

রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া সেনাবাহিনীর টইলরত দল অভিযান পরিচালনা করে বাঙ্গালহালিয়া বাজারে তপন বৈদ্যের মোড়ে মংচিং মারমা ও মংসুইচিং মারমার দুই দোকান থেকে দেশীয় তৈরী চোলাই মদসহ হাতেনাতে ২ জনকে আটক করেছে।

 

শক্রবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী এ অভিযান চালায়।

 

আটককৃতরা হলো, মংচিং মারমা (৩৭) পিতা মংসুইচিং মারমা, মংচিঅং মারমা (৫৫) পিতা সুইহ্লাঅং মারমা গ্রাম বাঙ্গালহালিয়া।

 

সুত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া বাজারে ব্যবসার উদ্দেশ্য পাচারকালে সেনাবাহিনী গোপন সংবাদ পেয়ে পলিথিন মোড়ানো ও প্লাস্টিকের ড্রাম ভর্তি ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ ও আটক দুইজনকে চন্দ্রঘোনা থানার এস আই মনিরুজ্জানের কাছে হস্কেতান্তর করে সেনা বাহিনী।

 

আটককৃত আসামীর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

 

একুশে সংবাদ/নি.চা/এসএপি/

সারাবাংলা বিভাগের আরো খবর