সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভোলায় যুবলীগের বিক্ষোভ মিছিল 

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৭ আগস্ট, ২০২২
ছবি সংগৃহীত

তৎকালীন ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি  জামাত জোট সরকারের আমলে সারাদেশে একইসময়ে বোমা হামলার প্রতিবাদে ভোলায় যুবলীগ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল ঘোষিত,কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক যুবলীগ এর কেন্দ্রীয় নেতা ড. আশিকুর রহমান শান্তর দিকনির্দেশনায় বুধবার (১৭ আগষ্ট) বেলা ১১ টায় জেলা যুবলীগ এর সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহিন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মিছিলটি মুসলিম পাড়া স্থল যুবলীগ কার্যালয় হইতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন পুনরায় যুবলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

এসময় টেলিকনফারেন্সে যুবলীগের কেন্দ্রীয় নেতা, দেশ বরণ্য অর্থনীতিবীদ ড. আশিকুর রহমান শান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

বিক্ষোভ মিছিলে ভোলা জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাইনুর রহমান তুহিন মোল্লা,রাজিব হাসান লিপু,দক্ষিণ দিঘলদী ইউনিয়নের গণমানুষের নেতা নওশাদ মুন, ভোলা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা রাজিব হোসেন লিপু,তরুণ, হাবিবুর রহমান হাবু চেয়ারম্যান, এডভোকেট গিয়াসউদ্দিন, মোহাম্মদ আবদুল হালিম,বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মহিবুল আলম খোকন, সেলিম মির,ভেদুরিয়া ইউনিয়ন যুবলীগ এর নেতা হেলাল, শাহিন গাজী,রফিকুল ইসলাম রফিক, বিল্লালসহ  যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


 

 

একুশে সংবাদ/ম.আ/এস.আই

সারাবাংলা বিভাগের আরো খবর