সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জীবননগরে ইন্দো-বাংলা ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৪৪ পিএম, ৬ আগস্ট, ২০২২
ছবি: সংগৃত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মো.আলী আজগার টগর এর উদ্যোগে ইন্দো-বাংলা ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ আগস্ট) সকাল ১১ টায় জীবননগর পৌরসভা চত্ত্বরে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মো.আলী আজগার টগর। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু মো.আব্দুল লতিফ অমল এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু,জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, পৌর মেয়র রফিকুল ইসলাম, ফ্রী মেডিকেল ক্যাম্পের সমন্বয়কারী গোলাম ফারুক আরিফ,পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,কলকাতা রুবি জেনারেল হাসপাতালের পরিচালক অরিন্দম সামান্ত'র সহযোগিতায় এই আন্তর্জাতিক মেডিকেল ক্যাম্পে কনসালটেন্ট অর্থোপিডিক্স বিশেষজ্ঞ ডা.দীপাঞ্জন ভদ্র,কনসালটেন্ট মেডিসিন ডা.কুমারদ্বীপ ব্যানার্জি,কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা.তন্ময় মাঝী,কনসালটেন্ট গাইনি বিশেষজ্ঞ  ডা.অয়ন মুখোপাধ্যায় ও নেফ্রলজি বিশেষজ্ঞ ডা.অমৃতাক্ষ দেব দিন ব্যাপি ৪০০ জনকে চিকিৎসা সেবা প্রদান করবেন।

 

 

একুশে সংবাদ/হা.নি/এস.আই
 

সারাবাংলা বিভাগের আরো খবর